Shree Shree Durga Puja Dresden 2021
বাঙালি সংস্কৃতির গর্ব আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। বঙ্গ উৎসব ড্রেসডেন (BUD ) – এর দুর্গাপূজার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই নিয়ে আমাদের তৃতীয়বারের মতো পূজা হচ্ছে। এইবার প্রথম আমরা চারদিন ব্যাপী পূজা আয়োজন করছি।চির নতুনের টানে – শরতের এই মহামিলনের ক্ষণে, আমাদের ড্রেসডেন শহরের পূজায় আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সপ্তমীর ভোগ, অষ্টমীর প্রসাদ, নবমীর নৈবদ্য ও দশমীর মিষ্টিমুখে সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক, পৃথিবী রোগমুক্ত হউক – প্রাণচাঞ্চল্যে উচ্ছ্বল হউক সবার জীবন।
সকলের উপস্থিতি ও সক্রিয় সহযোগিতায় মহাপূজার এই উৎসব সার্থক হয়ে উঠবে এই আশা রাখি। সর্বাঙ্গীন শুভকামনায় সমগ্র উৎসবে সকলকে আমন্ত্রণ জানাই।
পূজার সূচিঃ
o ১২ অক্টোবর মহা ষষ্ঠী এবং মহা সপ্তমী
o ১৩ অক্টোবর মহা অষ্টমী
o ১৪ অক্টোবর মহা নবমী
o ১৫ অক্টোবর মহা দশমী
Members of Bongo Utsav Dresden (BUD) e.V. cordially invite you with family and friends on the auspicious occasion of Sree Sree Durga Puja Celebration 2021 to be held from 12th October to 15th October 2021 at the auditorium of Heimat- und Verschönerungsverein Cossebaude e.V. (https://www.heimatverein-cossebaude.de/) Talstraße 5a; 01156 Dresden/Cossebaude.
Schedule:
o Moha Sasthi and Moha Saptami on 12th October
o Moha Asthomi on 13th October
o Moha Nabomi on 14th October
o Moha Dashomi on 15th October
Place: Heimat- und Verschönerungsverein Cossebaude e.V. (https://www.heimatverein-cossebaude.de/)
Talstraße 5a; 01156 Dresden/Cossebaude.