প্রতিবারের মত এবারও বছর ঘুরে শরতের আগমনে বেজে উঠেছিল দেবী দূর্গার আগমনীর সুর। চিরায়ত বাংলার শ্বাশত সংস্কৃতির বৈচিত্র্যে রঙিন শারদীয় এই উৎসবে সপরিবারে মাকে বরণ করে নেয়ার আয়োজনে মেতে উঠেছিল বাঙালির প্রাণ। শুভ চেতনায় দেবীর আরাধনায় এইবছর চতুর্থবারের মত ‘বঙ্গ উৎসব ড্রেসডেন’ এর নান্দনিক আয়োজনে তিনদিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা পালিত হয়।
প্রবাসে বাঙালি ঐতিহ্য এবং আনন্দের মেলবন্ধনের প্রতিটি সবিশেষ আয়োজনে সকলের সবান্ধব-সপরিজন উপস্থিতি এবং আন্তরিক সহযোগিতা আমাদের এই উৎসবকে এক আলাদা মাত্রা এনে দিয়েছে। দেবী মায়ের কাছে আমাদের প্রার্থনা – ‘বঙ্গ উৎসব ড্রেসডেন’ আয়োজিত শারদীয় এই দুর্গোৎসব যেন দীর্ঘায়ু হয়। বলো দুগ্গা মাইকী জয়! আসছে বছর আবার হবে!
For Bengalis Durga Puja is an emotion that cannot be described in words. It’s the time our daughter comes home and we revel in her presence. Like the last four years BUD celebrated Durga Puja with all its members and the general population of Dresden. After 3 days of festivities we said goodbye to the Goddess but with a promise that she will come back to us next year. We are pleased to announce that Durga Pujo 2022 was partly sponsored by The House of Resources Dresden (https://www.hor-dresden.de/). We are also happy to share that TV9 Bangla was our telecast partner.